গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেন।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার (১২ জানুয়ারী) এ তথ্য জানানো হয়।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য। তবে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হন। তার বদলে মনোনয়ন পান ঢাকা-১০-এর সংসদ সদস্য ফজলে নূর তাপস। শনিবার থেকে এ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে। পুরনো ঢাকার এক সময়ের প্রভাবশালী ব্যক্তি মাজেদ সর্দার তার নানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।