Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউন্সিলরদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে -ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৫:৩২ পিএম

দলীয় কাউন্সিলরদের প্রচারনায় বাঁধা দেয়া হচ্ছে অভিযোগ করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ সৃষ্টির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আমার গোপীবাগের বাসার সামনে ‘সরকার দলীয়’ লোকজন গিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর চড়াও হয়েছে, হামলা করেছে। এটা কী সুষ্ঠু নির্বাচনের আচরণ? যদিও আমাকে এখনো প্রচারনায় বাঁধা দেয়া হয়নি। তবে আমার দলের কাউন্সিলর ও সমর্থকদের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় ওরা বাঁধা দিচ্ছে, প্রচারণা চালাতে দিচ্ছে না। এটা থেকে প্রমাণ হয় যে, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচনে অবশ্যই সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। রোববার (১২ জানুয়ারি) পুরনো ঢাকার দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইশরাক বলেন, হামলার যে অভিযোগ করা হচ্ছে- এটা সঠিক নয়। আমাদের কাছে এভিডেন্স আছে, ছবি আছে। আমাদের কোনো কর্মী-সমর্থক হামলা করেনি। বরং ওনাদের লোকজন গতকাল সন্ধ্যায় আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। আমার বাসার কাছে থাকা কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর হয়েছে ওদের হামলায়।

বেলা ১২টার পর জজকোর্ট প্রাঙ্গন থেকে ইশরাক নির্বাচনী প্রচারনা শুরু করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস, সদস্য সচিব আবদুস সালাম, সদস্য খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আদালন সড়ক, ইংলিশ রোড, বংশাল, তাঁতীবাজার হয়ে নয়া বাজারের মোড়ে এসে এই প্রচারণা শেষ হয়।

ইশরাক যখন মিছিলের অগ্রভাগে সিনিয়র নেতাদের নিয়ে লিফলেট দিচ্ছিলেন তখন সড়কের দুই ধারে নারী-পুরুষরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাতে দেখাতে যায়। অনেক মূরুব্বী ইশরাকে মাথায় হাত বুলিয়েও দেন। ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা বেড়ে উঠেছেন এই পুরনো ঢাকায়। তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন টানা ১০ বছর। সেজন্য খোকার ছেলে হিসেবে ইশরাকের প্রতি পুরনো ঢাকার মানুষজনের অন্যরকম টান দেখা গেছে। মূরুব্বীদের অনেকে ‘খোকার বেটা’ বলে সম্বোধন করতেও শোনা যায়।

ইশরাক বলেন, আমার বাবা এই পুরনো ঢাকার সন্তান। এখানে মূরুব্বী আছেন তারা বাবাকে চিনেন। আমি আজকে আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনাদের দোয়াই আমার একমাত্র ভরসা। আমি মেয়র পদে নির্বাচন করছি ধানের শীষে।এই প্রতীক গণতন্ত্রের প্রতীক, এই প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক তারেক রহমানের প্রতীক। পুরনোর ঢাকার ঐতিহ্যে আমি ঢাকাকে বাসযোগ্য নগরীেেত ঢেলে সাজাতে চাই, যানজট, দুষণমুক্ত আধুনিক ঢাকা বিনির্মানে কাজ করতে চাই। বিগত ১৩ বছরে মেয়রগণ ঢাকাকে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত করেছে বলেও অভিযোগ করেন ইশরাক।

দুপুরে ওয়ারীর বলদা গার্ডেনের দেওয়ালে ইশরাকের পোস্টার লাগানোর সময়ে ৪জনকে পুলিশ আটক করে বংশাল থানা নিয়ে যায়, বিকালের দিকে তাদের ছেড়ে দেয় বলে জানিয়েছেন ইশরাকের নির্বাচনী পরিচালনা কমিটির এক নেতা।



 

Show all comments
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ১২ জানুয়ারি, ২০২০, ৬:০৯ পিএম says : 0
    সিইসি বিষয়টি খতিয়ে দেখুন।প্রমান মিললে ব্যাবস্থা নিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ