Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৫০ টন সোনা পাচার করেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৩:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান যুদ্ধের মধ্যেই অন্তত ৫০ টন সোনা পাচার করেছে মার্কিন বাহিনী। তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলের দায়েস সন্ত্রাসী অঞ্চল থেকে ৫০ টনের বেশি সোনা কোবানিতে অবস্থিত নিজেদের ঘাঁটিতে স্থানান্তর করেছে মার্কিন বাহিনী। সিরিয়ার পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) বাহিনীকে স্বর্ণের সামান্য অংশের ভাগ দিয়েছে মার্কিন বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যম সানা দাবি জানায়, সিরিয়ার দক্ষিণ হাসাকাহ অঞ্চলের আল-দাশশি অঞ্চল থেকে মার্কিন বাহিনী বিশাল বিশাল বাক্সগুলো দায়েশের স্বর্ণ দ্বারা বোঝাই করে।
প্রতিবেদনে আরো বলা হয়, দায়েসের সন্ত্রাসীগোষ্ঠীর নেতারা নিয়মিত মার্কিন বাহিনীকে কোথায় কোথায় স্বর্ণ রয়েছে, সে তথ্য জানায়। পরে মার্কিন বাহিনী পরিকল্পনামাফিক সেখান থেকে স্বর্ণ পাচার করে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পরিস্থিতির ওপর নজর রাখা একটি সংস্থাও একই দাবি করেছে। সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সৈন্য রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ