বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৪ ঘন্টায় রংপুরের পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। আহত হয়েছে ৫ জন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরুলিয়া গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় পৃষ্ঠ হয়ে তছির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ কৃষক মারা যায়।
এদিকে আরপিএমপি কোতয়কলী থানার ওসি আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় রংপুর সদরের পালিচড়া নয়াপাড়ায় ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মহুবার রহমান (৫০) নামের এক শ্রমিক। এসময় আরও ৩ শ্রমিক আহন হন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় রংপুর মহানগরীর বুড়িরহাট খামার এলাকায় পিকআাপের ধাক্কায় গোলজার (৪০) নামের এক রিকশা চালক মারা যান। এসময় দুই রিকশা আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, শূক্রবার বেলা সাড়ে ১০ টায় পীরগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। মোটরসাইকেল যোগে তিনি পীরগঞ্জ যাওয়ার পথে মহাসড়কে উঠা মাত্রই দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি পার্শ্ববর্তি শানেরহাট এলাকার সোলায়মান আলীর পুত্র ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।