Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১১:৫৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)।

আজ শনিবার ভোর পাঁচটার দিকে ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী গাড়ি তাদের ধাক্কা দিলে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ