Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইকেল লেনের দাবিতে শাহবাগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের নির্বাচন ইশতেহারে মেয়র প্রার্থীদের কাছে সাইকেল লেন সংযোজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শাহবাগে আয়োজিত এই মানববন্ধননে বক্তারা বলেন, শহরকে যানজট মুক্ত করতে আলাদা সাইকেল লেন করতে হবে।

বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন মনির, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান,মন্জুরুল হোসেন ঈশা, নাগরিক অধিকারের সভাপতি,নাজিমউদ্দীন নাজিম নাজিম, শহীদ মাহমুদ শহীদুল্লাহ, আমির হাসান মাসুদ প্রমূখ।

বক্তারা বলেন, ঢাকা নগরের যানজট সমস্যার কারণে দেশে প্রতি বছর ক্ষতি হচ্ছে ৫৫ হাজার কোটি টাকা। প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। ঢাকা শহরের এই যানজট মানুষকে কষ্ট দেয়। অনেক রোগী সময় মতো হাসপাতালে পৌছাতে পারে না, সময় নিয়ে বাচ্চারা বের হলেও সময়মতো স্কুলে যেতে বা ফিরতে পারে না। যানজটের সমস্যা নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে। কিন্তু সুফল আসছে না। ফলে সাইকেলের জন্য আলাদা লেন করতে হবে। সাইক্লিং তরুণের মাঝে উদ্ধুদ্ধ করতে হলে পৃথক সাইকেল লেন বাস্তবায়ন করাতে হবে। মটর যানবহন বাইসাইকেল একত্রে চলাচল নিরাপদ নয় বিধায় সাইক্লিস্টদের জন্য সাইকেল লেন বাস্তবায়ন জরুরী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ