Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নানের দাফন সম্পন্ন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ছাগলনাইয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নিজকুঞ্জরা ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান (৫৫) গত সোমবার দিবাগত রাত দেড়টায় হৃদযন্ত্রের আক্রান্ত হয়ে মাদরাসার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নিজকুঞ্জরা ফাজিল মাদরাসা ময়দানে প্রথম জানাজা ও দুপুর ২টায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ পূর্ব ঘোপাল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি প্রিন্সিপাল মাও. হোসেইন আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা প্রিন্সিপাল নুরুল আফছার ফারুকী, ফেনী সদর উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা এয়াকুব ফারুকী, ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপার মাওলানা মো. ইউনুছ, ফুলগাজী উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসাইন, দাগনভূঁঞা উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ