Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধর্ষকের শাস্তির দাবিতে জাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৬:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৮ বছর পরেও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। যারা এ নিকৃষ্ট কাজটি করেছে তারা মানুষ নয়, মানুষ নামের পশু। তাদেরকে সমাজের নি¤œস্তরে নিক্ষেপ করা উচিত। শিগগির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।’
অন্যদিকে বিকেল ৫ টায় ‘নিপীড়ণের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘কুর্মিটোলায় ধর্ষক খুব ঠান্ডা মাথায় ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। একটা গণতান্ত্রিক ও স্বাধীন দেশে একজন ব্যক্তি কীভাবে এত সহজে ধর্ষণ করতে পারে! এ দেশের বিচার ব্যবস্থা এতটাই জঘন্য যে ধর্ষণের শিকার হয় তাঁর দিকেই আঙুল তোলা হয়। তাঁর পোশাকের বিষয়ে কথা বলা হয়।’ তিনি বলেন, ‘আজ আমাদের নিরাপত্তা নিশ্চিত করে মুক্তি অর্জন করতে হলে নারী-পুরুষ, কৃষক, শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘বিচারহীনতার যে অপসংস্কৃতি বাংলাদেশে চালু আছে, এর কারণেই ধর্ষণের মত অপরাধ দিন দিন বেড়েই চলেছে। গত কয়েকবছরে যত ধর্ষণের ঘটনা ঘটেছে কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারের উচিত নিজ উদ্যোগে এসব অপকর্মের বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ