মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র মুসলিম দেশ কাতার। সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে উড়ানো ড্রোন দিয়ে হত্যা করা হয় ইরানের জেনারেল সোলাইমানিকে, এমন খবর দিয়েছে যুক্তরাজ্যের পত্রিকা দ্য মেইল। এছাড়া আরব নিউজ, দ্য অ্যারাবিয়া, গাল্ফ নিউজ এমন সংবাদ প্রধান শিরোনাম করে সংবাদ দিলেও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ বিষয়ে কিছু বলেনি। ইরাকের বাগদাদে সোলাইমানির ওপর হামলার গ্রাফিক্স ব্যবহার করে দ্য মেইল জানায়, কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি থেকে পাঠানো এমকিউ-৯ রিপার ড্রোন পাঠানো হয়। সেই ড্রোন থেকে হেলফায়ার আর৯এক্স ক্ষেপনাস্ত্র ফেলা হয় সোলাইমানির গাড়িবহরে। আর ড্রোনকে নিয়ন্ত্রণ করা হয় যুক্তরাষ্ট্রের নেভেডা বিমানঘাঁটি থেকে। দুটি গাড়িতে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে। যার একটিতে কাসেম সোলাইমানি ও মেহেদি মুহান্দিস ছিলেন। সংবাদমাধ্যমগুলো জানায়, রিপার ড্রোন ১৮৫০ কিলোমিটার দূরে এবং ১৫ কিলোমিটার উচ্চতায় প্রায় শব্দহীনভাবে যেতে পারে। মেইল এই সংবাদের সঙ্গে শুধু ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার পটভূমি তুলে ধরে। দ্য মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।