মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির জানাজার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ শক্তিশালী নেতা আয়াতুল্লাহ খামেনি নিজে।
কাসেম সোলাইমানিসহ পাঁচজনের মৃতদেহ শনিবার বিকালে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। এরপর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নেওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রোববার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাকে দাফন করার কথা রয়েছে।
বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, ইরাকি জনগণের অনুরোধের জন্য জেনারেল সোলাইমানিসহ নিহতদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ধর্মীয় রীতি অনুসারে শোক পালন করবেন। সূত্র: পার্সটুডে
নিজের কবরের জায়গা আগেই বলে গেছেন সোলাইমানি
ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।