বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে অগ্নিকান্ডে স্বপন মজুমদার নামে এক ব্যাক্তির বসতঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ান ইউনিয়নের ব্রাক্ষনকাঠি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানাযায়। বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে অগ্নিকান্ডের কারণ বলে জানা গেছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই দিন রাতে ঘরের কেয়ারটেকার সুনীল বিশ্বাস ঘরের ভিতরে আগুন দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ বসত ঘরটি পুড়ে ভস্মীভুত হয়। খবর পেয়ে স্বরূপকাঠি ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রে আনে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আবদুল্লা আল মামুন বাবু ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।