Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যাম্পাকো অগ্নিকান্ডে বিচার হবে : আমু

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টঙ্গীর কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় যাদের গাফিলতি থাকবে, তারা শাস্তি পাবে। ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, কারখানায় হতাহতের ঘটনায় তারা সবাই মর্মাহত, শোকাহত। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সবাই এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে ভুক্তভোগীদের আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে  ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাটি কেন ঘটল, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য আগাম ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্যাম্পাকো অগ্নিকান্ডে বিচার হবে : আমু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ