Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

মীরসরাইয়ে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সোনা মিয়া হাজীবাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলো তাজুল ইসলাম ও জসীম উদ্দিন। অগ্নিকা-ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। ক্ষতিগ্রস্ত তাজুল ইসলামের পুত্র মোঃ মামুন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় আমাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক মিটারটি দীর্ঘদিন ধরে ক্রটিপূর্ণ থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব না দেয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের খবর নেয়ার পরও তারা সময়মতো না আসায় কিছু রক্ষা সম্ভব হয়নি। আমাদের এখন খোলা আকাশের নিছে বসবাস করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ