Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খাইরুল ইসলাম বিভিন্ন অনিয়ম, দুর্নীতির দায়ে উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুত হন। খাইরুল প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে ওই কলেজের সর্ব কনিষ্ঠতম প্রভাষক নিজ জামাতা মো. আমজাদ হোসেনকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব¡ অর্পণ করেন এবং নিজে প্রতিষ্ঠানের বাইরে থেকে কলকাঠি নাড়েন।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমজাদ হোসেন শ্বশুরের কথামতো ফরম ফিলাপ ও পরীক্ষার ফি দ্বিগুণ হারে আদায় করে নয়-ছয় করার জন্য ব্যাংকে টাকা জমা না করে হাতে রেখে হাজার, হাজার টাকা আতœসাৎ করে আসছেন বলে এলাকার অভিভাবকগণ লিখিত অভিযোগে তার অপসারণ দাবি করেন। এসব দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে প্রিন্সিপাল তাকে মামলার ভয় দেখান।
ভারপ্রাপ্ত প্রিন্সিপালের বিধিবর্হিভূত নিয়োগসহ নানাবিধ অনিয়ম- দুর্নীতির বিরুদ্ধে জমিদাতা ও প্রতিষ্ঠাতাগণ গত পহেলা জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে চাকরিচ্যুত প্রিন্সিপাল খাইরুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমজাদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি। এব্যাপারে কলেজের সভাপতি ও ইউএনও সোলেমান আলী জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ