Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় চলতি মাসেই প্রতিদিন ১১ ঘন্টা বিদুৎ বিহীন থাকবে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ২:৪২ পিএম

কলাপাড়ায় চলতি মাসে ২৬৪ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা। বরিশাল হইতে পটুয়াখালী পর্যন্ত ১৩২ কেভি লাইনের রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।

পল্লী বিদ্যুৎ সমিতি কলাপড়া জোনালের ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৭ জানুয়ারী ২০২০ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানী কর্তৃক বরিশাল হইতে পটুয়াখালী পর্যন্ত ১৩২ কেভি জাতীয় গ্রীড লাইনে তার পরিবর্তনসহ রক্ষনাবেক্ষনের কাজ করবে পল্লী বিদ্যুৎ। তাই প্রতিদিন সকাল ০৭টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত মোট ১১ ঘন্টা কলাপাড়া, তালতলী ও আমতলী উপজেলাসহ পটুয়াখালী জেলার ০৭টি ও বরগুনা জেলার ০৪টি উপজেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এসময় রক্ষনাবেক্ষনের কাজের স্বার্থে বৈদ্যুতিক লাইন চালু করা হতে পারে বিধায় গ্রাহকদের বৈদ্যুতিক লাইন স্পর্শ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে দীর্ঘ ২৪ দিন বিদ্যুৎ বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। বিশেষ করে মহিপুর আলীপুর মৎস্য বন্দরের বরফ কলগুলো বন্ধ থাকলে বেশি ক্ষতির মুখে পড়বে মৎস্য ব্যবসায়ীরা। এছাড়া কলাপাড়া পৌর শহরের নির্ধারিত সময় ছাড়া পানির লাইনও বন্ধ থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হবে। এছাড়া বিদ্যুৎ বন্ধ থাকলে বিদ্যুৎ চালিত অটোরিক্সা চালিয়ে যারা জীবন-যাপন করেন তাদের অবস্থা করুন আকার ধারন করবে।

মহিপুর বরফ কল মালিক সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বিদ্যুৎ না থাকার ব্যাপারে পল্লী বিদ্যুৎ আমাদের এখনও অবগত করেনি। মহিপুর-অলীপুরের ৩০ টি বরফকল প্রতিদিন গড়ে ১৬ হাজার ক্যান বরফ উৎপন্ন করে। প্রতি ক্যানের মূল্য ১০০ টাকা। যদি টানা ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকে তাহলে ব্যাপক লোকশানের মুখে পড়বে বরফ কল মালিকরা। আলীপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বহিরাগত সহ মোট দুই হাজার মাছ ধরা ট্রলার রয়েছে মহিপুরে। ২৮ দিন বিদ্যুৎ না থাকলে সব মিলিয়ে ১৪ কোটি টাকা লোকসানের মুখে পড়বে মৎস্য ব্যবসায়ীরা।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ১৩২ কেভি জাতীয় গ্রীড লাইনে তার পরিবর্তন রক্ষনাবেক্ষন কাজের জন্য ০৭ জানুয়ারী ২০২০ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। আবহাওয়া খারাপের কারনে রক্ষনাবেক্ষনের কাজ ৭ জানুয়ারী থেকে চালু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ