Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুড়াপাড়া জমিদার বাড়িতে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

৫ জানুয়ারি রবিবার-রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে রূপগঞ্জ উপজেলার মুর্শিদাবাদের হাজার দুয়ারী প্রাসাদের অনুকরণে নির্মিত মুড়াপাড়া জমিদার বাড়িতে ধারণ করা ‘ইত্যাদি’। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত। বর্ণিল আলোয় সাজানো এই জমিদার বাড়ির সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারি মাসে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা একা একা কোথাও যেতে পারে না বলে তাদের বিনোদনের পথও সীমাবদ্ধ। ব্রেইল পদ্ধতিতে বিনোদনমূলক বই তাদের সেই অভাব অনেকাংশে পূরণ করতে পারে। আর এর উপরই এবারের ইত্যাদিতে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। মোফাজ্জেল হোসেন পলাশের দুর্লভ বেতারযন্ত্র সংগ্রহের উপর ছিল আর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও ২০১৩ সালের ২৯ নভেম্বর ইত্যাদিতে প্রচারিত প্রতিবন্ধী মোহাম্মদ মহিউদ্দিনের চাকুরী প্রাপ্তির উপর একটি ফলোআপ প্রতিবেদন। এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর, গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, দর্শক পর্ব ও চিঠিপত্র পর্ব। এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ ক’টি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ