Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ছাপাক’এর পর এসিড সহিংসতা নিয়ে আর কোনও ফিল্মের প্রয়োজন হবে না : দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নিঃসন্দেহে আসন্ন ফিল্ম ‘ছাপাক’ বলিউডের এই বছরের চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত একটি ফিল্ম আর এটি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে নির্মিত। এছাড়া এটি অভিনেত্রী দীপিকা পাডুকোনের জন্যও তার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্মের একটি। এতে তিনি এক এসিডদগ্ধ নারী লক্ষ্মী আগারওয়ালের জীবন ভিত্তি কররে রচিত মালতীর চরিত্রে অভিনয় করেছেন। এসিডদগ্ধ লক্ষ্মী ‘স্টপ সেল এসিড’ কার্যক্রমের প্রধান এবং একজন টিভি উপস্থাপক। এর মধ্যে সম্প্রতি ‘ছাপাক’ ফিল্মটির ট্রেলার লঞ্চ হয়েছে। তিন সপ্তাহে ট্রেলারের ভিউ হয়েছে ৪.১ কোটি বার। দীপিকার পারফরমেন্সের ছিটেফোঁটা দেখে বোঝা যায় তার ভক্তরা তাকে নিয়ে আরও গর্ববোধ করবে আর ব্যাপক প্রশংসা তো পাবেনই তিনি। আর দীপিকা নিজেই তার কাজ নিয়ে সন্তুষ্ট। লক্ষ্মী/মালতীর কথা বলতে গিয়ে তিনি সাক্ষাতকারে বার কয়েক কান্নায়ও ভেঙে পড়েছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাতকারে দীপিকা বলেন, তার আশা ‘ছাপাক’ ফিল্মটির পর এসিড সহিংসতা নিয়ে আর কোনও ফিল্ম নির্মাণের প্রয়োজন হবে না। তিনি মনে করেন চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং এর মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মেঘনা গুলজারের পরিচালনায় নির্মিত ‘ছাপাক’ ১০ জানুয়ারি মুক্তি পাবে। দীপিকা মেঘনা এবং গোবিন্দ সিং সান্ধুর সঙ্গে চলচ্চিত্রটি প্রযোজনাও করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপিকা

২৩ জানুয়ারি, ২০২১
১৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ