প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড তারকা দীপিকা পাডুকোন হলিউডের ট্যালেন্ট এজেন্সি আইসিএমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন। আইসিএম জন সেনা, আয়ান সমারহল্ডার (‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’) এবং লানা কন্ডরের (‘টু অল দ্য বয়েজ আ’ইভ লাভড বিফোর’) মত হলিউড তারকাদের প্রতিনিধিত্ব করে। ভিন ডিজেলের সহাভিনয়ে ডিজে ক্যারুজো পরিচালিত ২০১৭’র ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ য্যান্ডার কেইজ’ ফিল্মটি দিয়ে দীপিকা হলিউডে অভিষেক হয়। দীপিকাকে কবির খানের স্পোর্টস ড্রামা ‘এইটি থ্রি’তে কপিল দেবের (রণবীর সিং) স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে; ফিল্মটিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, সাকিব সেলিম, এমি বার্ক এবং হার্ডি সান্ধু। তাকে আরও দেখা যাবে ‘ওয়ার’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ (শাহরুখ খানের বিপরীতে) এবং ‘ফাইটার’-এ (হৃতিক রোশনের বিপরীতে)। তার হাতে আছে শকুন বাত্রার অনির্ধারিত নামের ফিল্ম, যাতে সহশিল্পী অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। মহাভারতে থেকে নেয়া কাহিনী অবলম্বনে একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন দীপিকা যাতে তিনি দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন। তিনি জানান, মহাভারতের উপাখ্যান একজন পুরুষ লিখলেও তার চলচ্চিত্রটি বর্ণিত হবে একজন নারী তথা দ্রৌপদীর চোখ দিয়ে, এটিই হবে চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।