গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই সমঝোতা স্বারক সই হয়। বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী এবং বিএফআইইউ’র পক্ষে মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী স্মারকে সই করেন। আগে অর্থ পাচার রোধে সিকিউরিটিজ হাউজ থেকে তথ্য সংগ্রহ করত বিএফআইইউ। সমঝোতার কারণে বিএফআইইউকে এখন থেকে তথ্য সরবরাহ করবে বিএসইসি। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজী হাসানসহ বিএসইসি ও বিএফআইইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।