Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৫:০২ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনার বাড়ছে । আবারও সড়কে ঝরে গেলো এক প্রাণ । বুধবার দিবাগত রাত ১১টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের রামচন্দ্রপুরের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
প্রাইভেট কারের ধাক্কায় প্রভাষক ফেরদৌস সেলিম বাবলু (৪৮) নিহত হন।
নিহত ফেরদৌস সেলিম বাবলুর বাড়ী পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে। তিনি মরহুম হবিবুর রহমানের পুত্র। ফেরদৌস সেলিম বাবলু দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক ছিলেন। নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ১১টার দিকে মোটর সাইকেল যোগে বাবলু ও তাঁর বন্ধু জাকির হোসেন খোকন রামচন্দ্রপুর বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেট কার (ঢাকা- মেট্রো-গ- ১৯-৩৬৮১) তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় প্রভাষক ফেরদৌস সেলিম বাবলু ছিটকে রাস্তায় পড়ে যান , প্রাইভেট কারটি তাঁকে চাপা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে ফেরদৌস সেলিম বাবলুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন নারী চালক বেপোরায়া ভাবে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ