Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের এনআরসি পর্যবেক্ষণ করছি

মতবিনিময়ে পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে সব সময় চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের এনআরসি পরিস্থিতি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি।

ভারতের এনআরসিতে বাংলাদেশে প্রভাব জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবেশীদের সঙ্গে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র আবার যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সঙ্গে সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে। অনেক দেশের সঙ্গেই এমন চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছে সুসম্পর্ক। নতুন বছরের প্রথম দিন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। তবে এনআরসি নিয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা ভারতে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে।

মাসুদ বিন মোমেন বলেন, নতুন বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো গতি আনতে চাই। এই বছর মুজিববর্ষ রয়েছে। আগামী বছর স্বাধীনতার ৫০ বছর প‚র্তি হবে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় আমাদের অনেক কিছু করণীয় রয়েছে।
বুধবার পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন মাসুদ বিন মোমেন। তিনি এর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ইতালি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদ‚ত ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্ক, নিউ দিল্লি, কাঠমান্ডু ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন শেষে প্রায় একমাস আগে তিনি ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এসময় থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ