মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের আন্তর্জাতিক বাজারে হালাল পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল। বিশ্বের সর্ববৃহৎ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে টপকে হালাল পণ্য রপ্তানিতে দেশটি সবার শীর্ষে জায়গা করে নিয়েছে।
গতকাল সোমবার আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন।
তিনি জানিয়েছেন, বিশ্ববাজারে হালাল পণ্য রপ্তানিতে ইন্দোনেশিয়ার অবস্থান দুর্বল হলেও ব্রাজিলের এই উত্থান সত্যিই অবাক করা। ব্রাজিলের হালাল পণ্য রপ্তানির মূল্যমান অন্তত ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২.৪ বিলিয়ন মূল্যমানের হালাল পণ্য রপ্তানি করে অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে।
তবে বিশ্বব্যাপী হালাল পণ্যের সবচেয়ে বড় গ্রাহক ইন্দোনেশিয়া, আন্তর্জাতিক বাজারের ১০ শতাংশ হালাল পণ্যের ভোক্তা দেশটির নাগরিক।
বড় ভোক্তা না হয়ে সর্ববৃহৎ হালাল পণ্য রপ্তানিকারক দেশ গড়তে মারুফ আমিন ইন্দোনেশিয়ার জনগণের প্রতি আহবান জানিয়েছেন। তাদের সম্মোধন করে বলেছেন, দেশি পণ্য উৎপাদন বৃদ্ধিতে আত্মনিয়োগ করুন-এতে আমরা শুধুমাত্র মুসলিম দেশ হিসেবেই এগিয়ে যাবনা বরং; বিশ্ব দরবারে আমাদের দেশের আলাদা একটি ইতিবাচক অবস্থানও তৈরি হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।