পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পৌষের শীতের কামড় কম থাকতে পারে কয়েকটি দিন। শীত ও কুয়াশার দাপট কিছুটা কমে গিয়ে শহর গ্রাম-জনপদে সূর্যের তেজ পড়েছে। এরফলে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়ে স্বস্তি এসেছে আপাতত। আজ বুধবার ইংরেজি নববর্ষ ২০২০ সালের প্রথম দিনে চট্টগ্রাম ও বরিশালে এবং এরপরে আরও দুয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
তবে সামানের কদিন বৃষ্টিপাতের পর সপ্তাহশেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। গতকাল মঙ্গলবার সকালে উত্তর জনপদের পঞ্চগড়ের তেতুঁলিয়ায় পারদ ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈকত শহর কক্সবাজারে ২৯.৩ ডিগ্রি, যা নববর্ষ ঘিরে সেখানে ভিড় জমানো হাজারো পর্যটককে স্বস্তি দিচ্ছে।
ঢাকায় গতকালের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি। চট্টগ্রামে ছিল ২৬.৯ এবং ১৫.৩ ডিগ্রি। সারাদেশে তাপমাত্রার পারদ দিনে ও রাতে ২ থেকে ৪ ডিগ্রি বেড়েছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুষ্টিয়া, যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শৈত্যপ্রবাহ আজ থেকে দুয়েকদিন কিছু কিছু এলাকায় কমে যেতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বেড়ে যেতে পারে। আর দিনের তাপমাত্রা কমতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের ৫ দিনের শেষের দিকে তথা নতুন বছরের প্রথম সপ্তাহের শেষে তাপমাত্রা ক্রমশ: হ্রাস পেতে পারে এবং ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
ঈশ্বরদীতে শীতে ৪ জনের মৃত্যু
ঈশ্বরদী( পাবনা) উপজেলা সংবাদদাতা : দিনের বেলা শৈতপ্রবাহ না থাকলেও রাতে প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে শীতের দাপট বেড়ে যাওয়ায় একদিনেই ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলো ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের রফিজ উদ্দীন প্রামাণিক (৭০) যুক্তিতলা গ্রামের হাসিনা বেগম (৬৮) চররুপপুর বিশ্বাস পাড়া গ্রামের আবুল কাসেম (৯২) ও সাঁড়া ইউনিয়নের পুরাতন ঈশ্বরদীর আমছের আলী মন্ডল (৯৮)। গত সোমবার তারা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।