Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের ঘৃণা করেন মোদি : ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের কেন্দ্রীয় সরকার এনআরসি ও সিএএ প্রয়োগ করে দেশের মধ্যে একটি বিভেদ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিহারের কিষানগঞ্জে এক জনসভায় এ কথা বলেন তিনি। সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এনডিএ সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ওয়াইসি। তিনি বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ সামান্য রাজনীতিবিদ নন। নীতীশ কুমার, আপনি এদের সঙ্গ ছাড়ুন। বিজেপির থেকে নিজেকে পৃথক করে নিন। আমরা সবাই আপনাকে সমর্থন করব। বিহারে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের জন্য বিজেপি ছেড়ে দিন। ওয়াইসি অভিযোগ করে বলেন, এই আইনের মাধ্যমে নরেন্দ্র মোদির সরকার বাবাসাহেব আম্বেদকর ও ড. রাজেন্দ্র প্রসাদের স্বপ্নকে ধ্বংস করছে। নরেন্দ্র মোদি মুসলমানদের ঘৃণা করেন-এই অভিযোগ এনে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, বিহারের মুসলমানরাও স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন। এনডিটিভি।

 



 

Show all comments
  • Khaled ৮ জানুয়ারি, ২০২০, ৪:১১ পিএম says : 0
    Evil ra mosolmander sob somoy grinna Kore asse sister soru theka?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াইসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ