Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় আলোচনায় নৌকার মেয়র প্রার্থী তাপস-আতিক

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ২:২১ পিএম

আওয়ামী লীগের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আতিকুল ইসলাম আতিক ও দক্ষিণ সিটি মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়া হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ ওবায়দুল কাদের। দলীয় প্রার্থী ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ আলোচনায় জায়গা করে নেন আ’লীগের এই দুই প্রার্থী। আসন্ন নির্বাচনে তারাই নির্বাচিত হবেন মন্তব্য করে অগ্রীম শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দিয়ে তার স্থানে তাকে মনোনয়ন দেয়া হয়, যেটা নিয়েও নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

মেহের ইসলাম লিখেছেন, ‘‘অভিনন্দন দুই মেয়রকে যারা বিনা ভোটে সরকারের ইচ্ছা ও একক ক্ষমতায় মেয়র হতে যাচ্ছেন, তাদের উভয়কে অগ্রীম গাদা ফুল এর শুভেচ্ছা।’’

মোস্তাফিজুর রহমান কবির লিখেছেন, ‘‘নগর উন্নয়ের জন্য, সৎ, যোগ্য নগর পিতা হিসেবে ফজলে নূর তাপস ভাইয়ের বিকল্প নেই। জয় হবেন নিশ্চিত, ইনশাআল্লাহ।’’

‘‘জনগণের কোটি কোটি টাকা খরচ করে মেয়র নির্বাসন করা কি দরকার। আওয়ামী সরকার উত্তরে তাপস, দক্ষিণে আতিক ঘোষণা দিয়ে দিলেই ঝামেলা শেষ’ মন্তব্য কামরুজ্জামানের।

মো. সেলিম লিখেছেন, ‘‘তাপস ১০০% নিশ্চিত উনি মেয়র হচ্ছেন-- তাই এমপি থেকে পদত্যাগ করলেন?’’

হাসান আরাফাত লিখেছেন, ‘‘হায়রে আমার সাঈদ খোকন, এত কান্নাকাটি করলা তবুও চেয়ারটা পাইলানা। ৫০ কোটি মশার ঔষধ ডুবাইলো তোমারে।’’

‘‘উত্তর দক্ষিণ কোন ব্যাপার না, ভোট কি তাহাজ্জুদ নামাজের আগে হবে না পরে হবে সেটা ক্লিয়ার করেন’’ লিখেছেন রুহুল আমিন মিঠু।

জুলফিকার মামুন তাসকিন লিখেছেন, ‘‘তোমাদেরকে আগে থেকেই শুভকামনা জানালাম ভাই। কারণ তোমরা তো রাতের ভোটেই জিতে যাবে। দিনের ভোটের দরকার নেই!কি দরকার অর্থ সময় আর সাধারণ জনগণকে নিয়ে খামখেয়ালি করার।’’

দিদারুল আলম লিখেছেন, ‘‘সঠিক ও যোগ্য নেতৃত্বই পারে ঢাকা মহানগরীকে বাঁচাতে। আর সেই কাঙ্খিত পরিবর্তনের সূচনা হোক আপনাদের হাত ধরে। আগাম শুভ কামনা।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ