মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গরুর গোশত বিক্রি গত দু'বছরে অনেকটাই কমেছে। তারপরও বিশ্বে গরুর গোশত রফতানির দিক থেকে ভারতের অবস্থান দুই নম্বর ৷ ২০১৭ সালে ভারত ১.৮ মিলিয়ন টন গরুর গোশত রফতানি করেছিল ৷ তার তুলনায় ২০১৯ সালে সেই রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ মিলিয়ন টন ৷ এই তালিকার এক নম্বর দেশ ব্রাজিল ৷ তারা ২.২ মিলিয়ন টন গোশত রফতানি করেছে ৷ ২০১৭ সালেও ভারতই বিফ রফতানিতে দ্বিতীয় ছিল ৷
তবে ২০১৭-র পর বিফ রফতানির পরিমাণ বাড়িয়েছে ব্রাজিল ৷ গরুর গোশত রফতানিতে ভারতের পিছনে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন, আর্জেন্টিনা ও মেক্সিকো ৷
এদিকে দিন কয়েক আগে ভারত থেকে গরুর গোশত আমদানি করা বন্ধ করে দিয়েছে চীন ৷ তাদের মতে গরুর গায়ের চামড়ায় বিশেষ ধরণের অসুখের কারণ দেখিয়ে তারা ভারতীয় গরুর গোশত নিতে চাইছে না ৷ ভারত থেকে গরুর গোশত কিংবা গরুর অন্য কোনো প্রডাক্ট নিয়ে যে বিমান ও জাহাজ আসছে তাদের গতিও আটকে দিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে ৷
মনকি যদি ঘুরপথে বা অবৈধভাবে কোনো পণ্য ঢোকে তাহলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও কঠোর শাস্তি পাবে বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
মার্কিন সংস্থার পক্ষ থেকে বিফ এক্সপোর্টের রিপোর্টে জানানো হয়েছে তাবড় পশ্চিম দেশকে টেক্কা দিয় গরুর গোশত থেকে প্রচুর পরিমাণে রফতানিনি করে প্রচুর বিদেশি মুদ্রা উপার্জন করে ৷ তবে গত দু বছরে যেহেতু ভারত গরুর গোশত রফতানির পরিমাণ কমিয়েছে তাই সমানের দিনে ছবিটা কী হবে সেটা অবশ্য এখনি পরিষ্কার ছবিটা পাওয়া সম্ভব হচ্ছে না ৷
সূত্র : নিউজ ১৮
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।