পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পৌষের হাড় কনকনে উত্তুরের হাওয়া আর ঘন কুয়াশায় ভর করে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি ঘটবে। সপ্তাহশেষে আরও বিক্ষিপ্তভাবে ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল (রোববার) আবহাওয়া বিভাগ সূত্রে এ পূর্বাভাস পাওয়া গেছে।
সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় গতকাল তাপমাত্রার পারদ নেমে আসে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে পারদ ছিল ৬.৯ ডিগ্রি সে.। দিনভর এবং সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগ তথা উত্তরাঞ্চলজুড়ে, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের একাংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রায় দেশের বিভিন্ন এলাকার মধ্যে ছিল টাঙ্গাইলে ৯.৫, ময়মনসিংহে ৯.৮, নেত্রকোনায় ৯.৭, শ্রীমঙ্গলে ৭.৯, রাজশাহীতে ৯.৫, ঈশ^রদীতে ৮.৩, বগুড়ায় ১০, বদলগাছীতে ৮.৩, রংপুরে ৯.৪, সৈয়দপুরে ৮.২, ডিমলায় ৭.২, রাজারহাটে ৭.৭, চুয়াডাঙ্গায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৫.২ এবং সর্বনি¤œ ১২.৫ ডিগ্রি সে.। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৬.৬ ডিগ্রি সে.। দেশের অধিকাংশ স্থানে সার্বিকভাবে দিনের তাপমাত্রা বেশি রয়েছে।
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, টাঙ্গাইল, মৌলভীবাজার ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।