মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সড়কে নতুন আইন চালু করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। গত শুক্রবার রাজধানী আবু ধাবির পুলিশ নতুন ট্রাফিক রুল জারি করেছে। গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে ৮শ দিরহাম জরিমানা গুনতে হবে। আরব আমিরাতে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। সে কারণেই এ বিষয়ে জোর দিয়ে নতুন আইন আনা হয়েছে।
সামাজিক মাধ্যমে জারি হওয়া এক বিবৃতিতে আবুধাবি পুলিশের তরফ থেকে মোটরসাইকেল চালকদের যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়েছে। এর মাধ্যমে মোটর সাইকেল চালক এবং তাদের সঙ্গে থাকা আরোহীদের নিরাপত্তার বিষয়টিকে জোর দেওয়া হয়েছে।
একই সঙ্গে সড়কে গাড়ি চালানোর সময় মোবাইলে গেম না খেলার বিষয়ে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। আইন অমান্য করে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে ৮শ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে।
ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে আরব আমিরাতের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের কারণে চালকরা ৮৮ হাজার ৬১৯ বার আইন লঙ্ঘন করেছেন। অর্থাৎ গড়ে প্রতিদিন আইন লঙ্ঘন হয়েছে ২৪৩ বার। গত তিন বছরে মোবাইল ফোনের কারণে মোট তিন লাখ ২৩ হাজার ১০২টি অপরাধ সংঘটিত হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহারের কারণে ৪৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৯ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রাফিক আইনের আওতায়, গাড়ি চালনার সময় ফোনে ক্ষুদেবার্তা পাঠানো, ছবি তোলা, খাওয়া এমনকি মেকআপ করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসবের কোনো কিছু করলেই জরিমানা গুনতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।