Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশকের সেরা পাসপোর্ট আমিরাতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ২:১১ পিএম

গত এক দশকের সেরা পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। এ খবরে আরব দেশের মধ্যে প্রথম পাসপোর্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসলো সংযুক্ত আরব আমিরাত।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সিএনএন, বিবিসি ও খালিজ টাইমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, আশ্চর্যজনক হারে গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে যাওয়ায় দশকের সেরা পাসপোর্ট খেতাব পেল দেশটি।
তারা জানায়, গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে প্রায় ১৬১ শতাংশ। এর বর্তমান গতিশীলতা স্কোর ১৭৯। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই আরব আমিরাতের পাসপোর্টধারীরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করে।
পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, দশকের সেরা পাসপোর্টের তালিকায় আরব আমিরাতের পরেই রয়েছে যুক্তরাজ্য। এরপর যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।
গত ১০ বছরে এ তালিকায় জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট কয়েকবার স্থান পেলেও বেশিরভাগ সময়ই শীর্ষস্থানটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই দখলে রেখেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ