Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দুই মেয়েসহ নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ২:২০ পিএম

চট্টগ্রামে মহাসড়কে দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক যুগ্মপরিচালক তার দুই মেয়েসহ নিহত হয়েছেন।
আজ শনিবার সকালের এই দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন সাইফুজ্জামান মিন্টু (৫০), তার মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খান (১১)। হাসপাতোলে চিকিৎসাধীন আছেন কনিকা (৪০)।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল বলেন, সাইফুজ্জামান মিন্টু সপরিবারে একটি প্রাইভেটকারে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন।

“সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকায় একটি লরির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।”
গুরুতর আহত অবস্থায় সাইফুজ্জামান ও তার স্ত্রী মনিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে সাইফুজ্জামান মারা যান বলে চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান। সাইফুজ্জামান পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ