বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে কক্সবাজার থেকে ৩০ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় এক জনের লাশ উদ্ধার এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড অভিযান অব্যাহত রেখেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজ ডুবির কারণ, নিহত ও নিখোঁজ কারো পরিচয় জানা যায়নি। কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, সকালে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং জাহাজটি ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে এলএনজিবাহী জাহাজ ও সী পাওয়ার- ১ নামের একটি ফিশিং ট্রলারে উদ্ধার করেছে। খবর পেয়ে কক্সবাজার থেকে ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে সেন্ট মার্টিনের কাছাকাছি কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল উদ্ধারের অভিযানের জন্য ছুটে যায়। বেলা পৌনে ১১টার দিকে কোস্টগার্ডের উদ্ধারবাহী জাহাজ সৈয়দ নজরুল বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।