বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত ইমদাদুল হাসান শোভন (২৯) জাপানের একটি সংস্থার হয়ে চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পে কর্মরত ছিলেন। শোভনের বাসা নগরীর খুলশী থানার সর্দার বাহাদুর নগর এলাকায়। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপতি গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে ঘটে এই দুর্ঘটনা ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল বিভাগ থেকে পাস করে শোভন যোগ দিয়েছিলেন জাপানি সংস্থা জাইকাতে। চট্টগ্রাম ওয়াসার চলমান পানি সরবরাহ লাইন প্রকল্পের কাজে জাইকার প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত ছিলেন।
রাতে সাইট ভিজিট করে মোটরসাইকেল চালিয়ে তিনি বাসায় ফিরছিলেন। আমবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।# র ই সেলিম ২৭/১২/১৯ইং
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।