প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক বেশ কিছু সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আগামী বছরের শুরুতে তার পরিচালনায় বেশ কয়েকটি সিনেমার কাজ শুরু হবে। তার নির্মানাধীণ চলচ্চিত্রের মধ্যে রয়েছে মজনু ও শাকিব আই লাভ ্ইউ। ইতিমধ্যে আরো চারটি গল্পের কাজ শেষ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে রোড নাম্বার সেভেন, মিস রিপোর্টার, স্বপ্নের ফেরিওয়ালা ও বালিকা। আগামী বছরের শুরুতে ধারাবাহিকভাবে সিনেমাগুলোর কাজ শুরু করবেন। সায়মন তারিকের পুরো নাম মো. তারিকুল ইসলাম ভুইয়া। তার গ্রামের বাড়ী ভৈরব উপজেলায় ভৈরবপুর গ্রামে। ছোটবেলা থেকেই সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত। শিশু সংগঠন চাঁদের হাটের সাথে জড়িত ছিলেন। সেখান থেকে নাট্যজগতে পদচারণা তার। ভেরবে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার-এর সংগঠন ভৈরব থিয়েটার। ভৈরব আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকার নাট্যদল পদধ্বনি থিয়েটার এর সাথে জড়িত ছিলেন। মঞ্চ নাটক বকুলপুরের স্বাধীনতা ও সোলাইমানরা কথা কয়Ñএর মাধ্যমে বেশ প্রশংসিত হন। ১৯৮৮ সালে ১৬ ডিসেম্বর তার প্রধম অভিনীত নাটক বিটিভিতে প্রচারিত হয়। ১৯৮৭ সালের ৩০ আগস্ট সায়মন চিত্রনায়ক রুবেলের মাধ্যমে মরহুম পরিচালক আহম্মেদ সাত্তার-এর সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইকরাম বিজু, ফজলে আজম্মেদ বেনজীর, মাসুদ পারভেজ, এনায়েত করিম, বাবুল রেজা, রায়হান মুজিব, বাবর, মুশফিকুর রহমান গুলজার এমন অনেক স্বনামধন্য নির্মাতাদের সাথে। তবে পরিচালক সোহানুর রহমান সোহান-এর হাত ধরেই পরিচিতি লাভ করেন সায়মন তারিক। তার পরিচালিত প্রথম সিনেমা ‘এ চোখে শুধু তুমি’ তাকে নির্মাতা হিসেবে পরিচিতি এনে দেয়। তারপর একে একে পরিচালনা করেন গুন্ডামী, ক্রাইম রোড, মাটির পরী, কাফেলাসহ বেশ কিছু সিনেমা। চলচ্চিত্রের পাশাপাশি নাটকও পরিচালনা করেন। প্রথম নাটক করাল থাবা এটিএন-এ প্রচার হয়। এরপর আকবর ভাই ধরা খাইছে, সোনালী দিনের গল্পসহ আরও বেশ কিছু নাটক নির্মাণ করেন তিনি। নির্মাণ করেন সমাজসচেতনতামুলক গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দৌড়, ব্যাখ্যা, নিরম কান্না, হিসেব নিকেশ এবং স্যালুট। সায়মন তারিক বলেন, চলচ্চিত্রই আমার নেশা। যতদিন বেঁচে থাকব চলচ্চিত্র নির্মাণ করব। দর্শকদের ভাল চলচ্চিত্র উপহার দিয়ে যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।