Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চার সিনেমা নির্মাণ করছেন সাইফ চন্দন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম

তরুণ চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন পরপর চার সিনেমা নির্মানের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে 'ওস্তাদ' নামে একটি সিনেমার শুটিং অর্ধেক শেষ করেছেন। আগামী মাসে সিনেমাটির পুরো শুটিং শেষ করবেন। জসিমউদ্দিনের কাহিনীতে সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ফেরারি ফরহাদ। ফিল্ম ওয়ার্ল্ডÑ এর ব্যনারে সিনেমাটি প্রযোজনা করছেন মোহাম্মদ নিপ্পন। এতে অভিনয় করেছেন রোশান, উষ্ণ, মিমি, তাসকিন, রিপা, শানুশিবা, ডন, সিনহা, অলংকার, স্বাধীন, তানভীর, সাইফসহ আরো কয়েকজন। এছাড়াও সাইফ চন্দন আরও তিনি সিনেমার প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে ‘মন্ত্র’ নামে সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছেন। শিল্পী তালিকা চুড়ান্ত করে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। আরবিএস টেকÑএর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। পরিচালক সমিতিতে বাকি দুটি সিনেমার নাম নিবন্ধন করেছেন। সিনেমা দুটি হলো ‘কাপ্তান’ ও ‘কয়লা’। মার্চ ও মে মাসে এই দুই সিনেমার শুটিং শুরু করবেন বলে সাইফ জানান। সাইফ বলেন, প্রাথমিকভাবে শুটিং শিডিউল প্রতি মাসে আলাদাভাবে গুছিয়ে রাখছি। একটি শেষ না করে অন্যটির শুটিং শুরু করব না। এজন্য একটি দক্ষ টিম তৈরি করেছি। প্রতিটি সিনেমার গল্প ও প্রেজেন্টেশন আলাদা। চ্যালেঞ্জটাও বেশি। দেখা যাক কতটা গুছিয়ে দর্শক পছন্দের মতো সিনেমা নির্মাণ করতে পারি। উল্লেখ্য, সাইফ চন্দনের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আব্বাস’। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ