Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিও তোর প্রেমে ভাসি ডুবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম

নতুন বছর উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে নতুন গান ‘তোর প্রেমে ভাসি ডুবি’। গানটি গেয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী স্বর্ণালী চক্রবর্তী। গানের কথা লিখেছেন তরুণ সাহিত্যিক ও গীতিকার আপন অপু। সুর ও সঙ্গীত করেছেন রকস্টার খন্দকার বাপ্পি। খন্দকার বাপ্পি দীর্ঘদিন থেকে গান গেয়ে আসলেও এটাই তার সুর ও সঙ্গীতে প্রথম গান। সম্প্রতি ঢাকার বাইরে মনোরম পরিবেশে গানটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মডেল হয়েছেন স্বর্ণালী ও শাহেন সাহ। ভিডিও পরিচালনা করেছে দেশী টায়রো টিম, দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। স্বর্ণালী বলেন, গানটির কথা অনেক ভালো হয়েছে। সুর ও সঙ্গীতও চমৎকার। আমি আমার সেরাটা দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করলেই সার্থকতা আসবে। খন্দকার বাপ্পি বলেন, এটা আমার সুর ও সঙ্গীতের প্রথম গান। সে হিসেবে প্রত্যাশাটা অনেক বেশি। দীর্ঘদিন থেকে সঙ্গীত জগতে আছি। সে হিসেবে এটি আমার কণ্ঠের না হলেও গানটিকে ঘিরে অনেক বেশি প্রত্যাশা কাজ করছে। আপন অপু বলেন, আমি খুব কম গান লিখি। শিশুসাহিত্য নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। তবুও চেষ্টা করি সময় নিয়ে গান লেখার। আশা করছি, গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ