মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল বিশ্বের এক হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছিলেন। এটি শুধু তার মুখের কথা ছিল না। বাস্তবেই কাজ শুরু করেছেন। সেই হাজার শিশুর মধ্যে ২১৯ জনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘বিগ শো চ্যারিটি’ নামের একটি সংস্থার মাধ্যমেই এসব শিশুর অস্ত্রোপচার হয়েছে।
ওজিল একটি টুইটে লিখেছেন, ‘২১৯ জন বাচ্চার অপারেশন হয়েছে। এখনও অনেকটা দূর পথ চলা বাকি। ২০১৯ সালের জুন মাসে বিয়ের সময় আমি এবং আমার স্ত্রী বিশ্বের এক হাজার অভাবী এবং অসুস্থ শিশুর জীবন বদলে দেওয়া অপারেশনের ব্যয় বহন করব বলে জানিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি।’
ওজিলের পূর্বপুরুষরা থাকতেন তুরস্কে। সেই দেশে এখনও দুঃস্থ শিশুদের অর্থ সাহায্য করেন ওজিল। কিছুদিন আগে তুরস্কের রাজধানী আঙ্কারার কয়েকজন ক্ষুধার্ত শিশু ওজিলকে ‘থ্যাঙ্ক ইউ’ ম্যাসেজ পাঠিয়েছিল।
তুরস্কের ডেভরেকে উদীয়মান ফুটবলারদের জন্য পাঁচতলা বিশিষ্ট একটি ফুটবল একাডেমি নির্মাণ করেছেন ওজিল। তার উদার মনোভাবের আরও অনেক উদাহরণ রয়েছে। সূত্র : দ্য সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।