বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ সোমবার, বিরামপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর এলাকার কলেজ বাজার বটতলী নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেলের চালক বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র মারা যায়। নিহত ছাত্রের নাম ওমর ফারুক (১৮) পিতা ড্রাইভার আব্দুল খালেক পৌর এলাকার কৃষ্ট চাঁদপুর মহল্লার বাসিন্দা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র ওমর ফারুক মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার পথে কলেজ বাজারস্থ বটতলী নামক স্থানে সড়কের স্পিড বেকারে মোটরসাইকেলের সামনের হাইড্রোলিক ব্রেক ধরায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কলেজ ছাত্র ওমর ফারুক মারা যায়।
প্রকাশ, বিরামপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটিতে পৌর শহরের মধ্য হওয়ায় রাস্তার দুই পাশে গত ২/৩ মাস যাবত ধীর গতিতে সংস্কারের কাজ চলছে গত এক মাসে (প্রায়) ৭/৮ প্রাণ ঝরল এই রাস্তায়। অভিজ্ঞ মহল দ্রুত প্রশস্ত করুন রাস্তাটি কাজ সমাপ্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, লাশ উদ্ধার করা করেছে। আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।