Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ের মাদক ব্যবসায়ী বারইয়ারহাটে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৩ পিএম

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র‍্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মো. ইউনুসের ছেলে।

র‍্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টায় ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে ফেনসিডিল ও গাঁজা নিয়ে কুমিল্লা বর্ডার হতে চট্টগ্রামের দিকে আসছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ