মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তেল চুরির অভিযোগে এবার মার্কিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাচ্ছে সিরিয়া সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা বুসাইনা শাবান বৃহষ্পতিবার সংবাদমাধ্যম ডেইলি সাবাহকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের সরাতে পদক্ষেপ নেয়ারও হুশিয়ারি দিয়েছেন। খবর ডেইলি মেইল।
বুসাইনা জানান, ‘সিরিয়ার তেল সম্পদ লুটপাট করার কোনো অধিকার আমেরিকার নেই। সে কারণে আমরা আমেরিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আন্তর্জাতিক আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করব আমরা।’ বুসাইনা শাবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকা দেশটিতে সেনা মোতায়েন করেছে। তারাই সিরিয়ার সম্পদ লুটপাট করছে। তিনি আরও বলেন, সিরিয়ার মাটি থেকে অবশ্যই দখলদার বিদেশি সেনাদের চলে যেতে হবে। যদি এসব সেনা সিরিয়ার মাটি থেকে চলে না যায় তাহলে তাদেরকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে, তা সে মার্কিন সেনা হোক কিংবা তুরস্কের।
চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার তেলখনিগুলো নিয়ন্ত্রণে রাখার কথা পুনরায় ঘোষণা করেন। তিনি বলেছিলেন, ‘এই তেল নিয়ে আমরা যা চাই তা করতে পারি।’ যদিও পেন্টাগন গত মাসে বলেছিল যে, সিরিয়ার অভ্যন্তরের অধিকৃত তেলক্ষেত্রগুলো থেকে প্রাপ্ত লাভের একটি অংশ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে দেয়া হচ্ছে।
বুসাইনা বলেন, যুদ্ধের সময় চীন ও রাশিয়ার মতো দামেস্কের সাথে বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে সিরিয়া পুনর্গঠনে সহায়তা করার জন্য আমন্ত্রিণ জানানো হবে। তিনি জানান, সিরিয়া রাশিয়ান সংস্থাগুলি নিয়ে ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান প্রকল্প শুরু করেছে।
উল্লেখ্য, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। এমনকি সিরিয়া থেকে বহু সেনা প্রত্যাহারও করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত মাসে পেন্টাগন ঘোষণা করে, সিরিয়ার তেলক্ষেত্রগুলো পাহাড়া দেয়ার জন্য ৬০০ মার্কিন সেনা রেখে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।