বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবেদন করতে হবে। এই সময়ের মধ্যে কোনো সংস্থা আবেদন না করলে তারা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।
গতকাল ইসি পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইসরাইল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০১৭ এর ৭ এর (ক) ধারা মতে, নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন নির্বাচনী এলাকা বা এলাকাগুলো কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসি সচিব বরাবর আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পযন্ত স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের জন্য আবেদন করা যাবে। তবেক নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।