Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর ঘুরে গেল কিউই পর্যবেক্ষক দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ব্যাপারটা সাধারণ রুটিনের অংশ। প্রতি সিরিজের আগেই হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বদলে গিয়েছে অনেক কিছুই। তাই নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনও বেশ গুরুত্বপূর্ণ। আর সেটাই হয়ে গেল গতকাল। এদিন বেলা সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামে আসেন কিউই পর্যবেক্ষক দল। নিউজিল্যান্ডের এ দলে ছিলেন টিম ম্যানেজার মাইক স্যান্ডল, কোভিড কর্মকর্তা অ্যান্ড্রু লাভ ও সিকিউরিটি ম্যানেজার টেরি মিনিশ।

মূলত স্টেডিয়ামের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণের পাশাপাশি কোভিড প্রটোকল, নিরাপত্তা-ব্যবস্থা, অনুশীলন সুবিধা সম্পর্কে ধারনা নেন নিউজিল্যান্ড ক্রিকেটের এ তিন প্রতিনিধি। এ সময় তাদের সঙ্গ দিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগ ও নিরাপত্তা বিভাগের দুই সদস্য। তবে এ পর্যবেক্ষণ আরও আগেই হওয়ার কথা ছিল। এ তিন সদস্য ঢাকায় পা রেখেছিলেন ১৭ আগস্ট। তিন দিনের কোয়ারেন্টিন শেষেই মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আসার কথা ছিল তাদের। কিন্তু সে সময়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে ছিলো না বলেই অপেক্ষা বাড়ে তাদের। নানা রকম সুবিধা নিয়ে কদিন আগেই বেশ কড়া বলয়ের মধ্যে থেকে খেলে গেছে অস্ট্রেলিয়া দল। নিউজিল্যান্ডকেও প্রায় একই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। আগামী ১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সবক’টি ম্যাচই হবে দর্শকশূন্য অবস্থায়। এ সিরিজ খেলতে গত ২৪ আগস্ট ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিউই পর্যবেক্ষক দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ