পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির ওপর নজর রাখে এমন একটি মার্কিন সরকারী সংস্থা অভিযোগ করেছে, তাদের লোকদের ভারতে যাবার ভিসা দেয়া হয়নি।
এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের সংস্থাটির প্রধান রবার্ট জর্জ বলেছেন, ভারত সরকার তাদের ভিসা দিতে অস্বীকার করেছে।
মি. জর্জ বলেন, তারা এতে গভীরভাবে মর্মাহত, তবে তারা এই সফর যেন হতে পারে তার চেষ্টা চালিয়ে যাবেন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তা নিয়ে আলোচনার জন্য অনেক দিন আগেই এ সফরের পরিকল্পনা করা হয়েছিল।
মি. জর্জ বলেন, ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, নাগরিক সংগঠন, এবং বেসরকারী সংস্থাগুলোর প্রতিবেদন থেকে আভাস পাওয়া যায় যে গত দুই বছরে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিবেশের অবনতি হয়েছে।
এই সংস্থাটিকে ভিসা দেয়া-না-দেয়ার ব্যাপারে ভারতের কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায় নি। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।