Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্ধ্রে এনআরসি হবে না : রেড্ডি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এর আগে দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস করতে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে বিজেপিকে সমর্থন দেয় তার রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। এই আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে তীব্র আন্দোলনের মুখে সোমবার এনআরসি না করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সারাদেশে এনআরসি করার ঘোষণা দিলেও পরে টুইটার থেকে সেই মন্তব্য মুছে ফেলে তার দল। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা, মধ্যপ্রদেশ, দিল্লি, বিহার, উড়িষ্যা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা এনআরসি বাস্তবায়ন না করার ঘোষণা দেন। সবশেষ এ তালিকায় যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবার হায়দ্রাবাদে একাধিক প্রকল্পের উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে এনআরসির বিরোধিতা করবো এবং কোনও অবস্থায় অন্ধ্রপ্রদেশ এর সমর্থন করবে না।’ তার রাজনৈতিক পার্টি পার্লামেন্টে সিএএ’কে সমর্থন করলেও সম্প্রতি অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী আজমথ বাশা শেখ বেপারি ঘোষণা দিয়েছেন, এ রাজ্যে এনআরসি করা হবে না। একারণে এটা নিয়ে রাজনৈতিক মহলে সরকারের অবস্থান অস্পষ্ট ছিল। বিষয়টি পরিষ্কার করতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার (জগনমোহন) সঙ্গে আলোচনার পরেই উপ-মুখ্যমন্ত্রী ওই ঘোষণা দিয়েছিলেন।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরসি

১৩ ফেব্রুয়ারি, ২০২০
১৪ জানুয়ারি, ২০২০
২৮ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ