Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিপি নূরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মুক্তিযোদ্ধা দলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৫:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূরের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সন্ত্রাসী সংগঠনের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন বিজয়ের এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নূরসহ তার সাথীদের ওপর বর্বোরেচিত হামলাকারীরা ৭১ এর আলবদর বাহিনীরই উত্তরসূরি। ৭১ এ আমাদের বিজয় যখন অবশম্ভাবী ঠিক তখনই এই জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে ৭১ এর ঘাতকরা বুদ্ধিজিবীদের হত্যা করে এক নারকীয় ইতিহাস রচনা করে। আজ যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখলকারী ফ্যাসিষ্ট সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আলবদরের অনুসারীরা ভিপি নূরসহ প্রগতিশীল ছাত্রদের ওপর নৃশংস হামলা করে দখলবাজ সরকারকে শেষ রক্ষার অপচেষ্টায় লিপ্ত। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা দলের দফতর সম্পাদক রফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিপি নুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ