Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরগুনা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিলাহ। বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীলের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা করেন। এ সময় ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মনির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, সুখ রঞ্জন শীল, বেসরকারি এনজিও এর জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি প্রমুখ। মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্দোক্তা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল বলেন, নতুন প্রজন্মের মাঝে গত ২৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আসছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ