Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় বরিশালে ৩ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬:২৪ পিএম

বরিশালে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক মহিলা সহ ৩জন নিহত হয়েছে। সোমবার বরিশাল মহানগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর বিস্কুট কারখানায় কাজ শেষে ঘরে ফেরার পথে একটি পীকআপ রেশমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এসময় পীকআপটি চালচ্ছিল হেলপার স্বাধিন মোল্লা। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপার্দ করেছে।
অপরদিকে জেলার বাকেরগঞ্জ এলাকায় বরিশালÑপটুয়াখালী মহাসড়কের নন্দপাড়া এলাকায় নির্মান সামগ্রী বোঝাই একটি পীকআপের সামনের চাকা ফেটে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন পথচারীর মৃত্যু ঘটে। মাত্রাতিরিক্ত নির্মানসামগ্রী বোঝাই করে পীকআপটি ঝালকাঠীর রাজাপুর থেকে বরগুনার আমতলী যাচ্ছিল। নিহতরা হচ্ছে, জুয়েল ও কুদরত আলী। এরমধ্যে জুয়েল দূর্ঘটনাস্থলেই ও কুদরত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ