Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসুতে হামলার প্রতিবাতে জাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১:৫০ পিএম

ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের  উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা 'সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।'

সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় শাখা 'সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে'র আহ্বায়ক মো. শাকিল উজ্জামান বলেন, ‘ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। তা কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। আর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।'

তিনি আরো বলেন, 'এদেশ স্বাধীন হয়েছিল দেশের সকল অন্যায় অবিচার দূর করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নামে ভারতের দালালেরা এ দেশে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।'

'যদি বিচার না করা হয়, তাহলে ছাত্র সমাজ রাজপথে এর উচিৎ জবাব দিবে বলে হুঁশিয়ারী দেন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ