বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে ধানকাটাকে কেন্দ্র করে যুবক হত্যা মামলার আসামিদের চারটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার দেউরী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে আসবাসপত্রসহ চারটি ঘরই পুড়ে যায়। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ধানকাটাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ১২জনকে আসামী করে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বসতঘরগুলো ফাকা ছিলো। এ সুযোগে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা হেমায়েত হাওলাদার, মরতুজ হাওলাদার, রেজ্জেক হাওলাদার ও ফারুক হাওলাদারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাতভর আগুনে মালামালসহ ঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। কি কারনে চারটি বসতঘর পুড়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।