Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতীয়রা এসে চাকরি করছে অথচ আমাদের যুবকরা বেকার থাকছে -গাজীপুরে হাসান সরকার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার শিক্ষাঙ্গনে অরাজকতার চিত্র তুলে ধরে বলেন, যারা ভাল লেখা পড়া জানে এবং যাদের কাছ থেকে শিক্ষার্থীরা নৈতিকতা শিখবে এমন যোগ্য লোকদের শিক্ষাঙ্গনে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় অযোগ্যদের নিয়োগ দেয়া হচ্ছে। এর ফলে সমাজে নৈতিকতার পতন শুরু হয়েছে। নৈতিকতা বিহীন সমাজে ভাল কিছু আশা করা যায় না।
তিনি গতকাল স্থানীয় আউচপাড়া সুলতানা রাজিয়া রাডে টঙ্গী পূর্ব থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেনÑ গাজীপুর মহানগর বিএনপিসাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি মাহবুবুল আলম শুক্কুর প্রমুখ।

হাসান সরকার আরো বলেন, ভারতীয়রা বাংলাদেশে এসে চাকরি করছে। অথচ আমাদের যুব সমাজ আরো বেকার হচ্ছে। একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। দেশে বিনিয়োগ বাড়ছে না। যেখানে এক মিনিটও কাপড় ছাড়া থাকা যায় না সেখানে কার স্বার্থে দেশের রাষ্ট্রায়ত্ব বস্ত্রকলগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।
সম্মেলনে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম কিরণকে সভাপতি ও গাসিক ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফিকে সাধারণ সম্পাদক করে টঙ্গী পূর্ব থানা বিএনপির কমিটি গঠন করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ