Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে জয়শংকরের বৈঠক বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন। ওই বৈঠকে কাশ্মির নিয়ে আলাপ-আলোচনা হওয়ার কথা ছিল। ‘টু প্লাস টু’ সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যান জয়শংকর। সফরের অংশ হিসেবে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে বেশ মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জয়শংকরের যে বৈঠক বাতিল করা হয় তাতে উপস্থিত হওয়ার কথা ছিল হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এল. এনজেল, মাইকেল ম্যাককলসহ আরও কয়েকজন। কিন্তু ডেমোক্র্যাট প্রতিনিধি জয়পালের উপস্থিতি নিয়ে ভারতীয় মন্ত্রী আপত্তি জানালে বৈঠকটি শেষ পর্যন্ত বাতিল হয়। কমিটির চেয়ারম্যান জয়পালকে ছাড়া বৈঠকে বসতে অস্বীকৃতি জানান।
ওই কংগ্রেস নেতার কথা ইঙ্গিত করে জয়শংকর বলেন, ‘তার সঙ্গে বৈঠকের কোনও আগ্রহ আমার নেই। কংগ্রেস নেতার প্রস্তাব সম্পর্কে আমি অবগত। আমি মনে করি না তার প্রস্তাবের মাধ্যমে জম্মু-কাশ্মিরের পরিস্থিতি বা ভারত সরকার যা করছে তা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। সাংবাদিকরা জয়শংকরের কাছে জানতে চান ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রস্তাবটি তার সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি-না। জবাবে তিনি বলেন, ‘যারা আলোচনার জন্য উন্মুক্ত তাদের সঙ্গে বৈঠকের আগ্রহ আমার রয়েছে। কিন্তু যারা ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের সঙ্গে বৈঠকের কোনও আগ্রহ নেই।’

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক সেনাসদস্য। জারি করা হয় বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে শত শত মানুষকে। এরকম প্রেক্ষাপটে ৮ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের সর্বদলীয় একটি কমিটির একটি প্রস্তাবে কাশ্মিরে যোগাযোগ বিচ্ছিন্নকরণ ও বিধি-নিষেধ আরোপের জন্য নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করা হয়।



 

Show all comments
  • Alam Alam ২১ ডিসেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
    ভারতের জয়শঙ্কর পরাজয়শঙ্করের মতো কাজ করেছেন।
    Total Reply(0) Reply
  • মশিউর ইসলাম ২১ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    উচিত কথােই বন্ধু এখন ব্যাজার। বৈঠক বাতিল করে সেটাই বুঝিয়েচে।
    Total Reply(0) Reply
  • সাকা চৌধুরী ২১ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    ভারতের কত বড় সাহস আমেরিকার সাথে বৈঠক বাতিল করে।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ২১ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • বাবুল ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫১ এএম says : 0
    শান্তিপ্রিয় সকল দেশগুলোর উচিত ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।
    Total Reply(0) Reply
  • নাসির ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫২ এএম says : 0
    মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ